২০ হাজার কৃষককে আইওটি শেখাবে আইসিটি বিভাগ

৮ ডিসেম্বর, ২০২১ ১৯:২০  
আধুনিক যন্ত্র ব্যবহারে এরই মধ্যে কৃষিতে বেড়েছে উৎপাদন; কমেছে খরচ। এই খাতে আরেক ধাপ এগিয়ে যেতে এবার কৃষিতে ইন্টারনেট অব থিংকস প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রথম ধাপে ১০টি গ্রামের ২০ হাজার কৃষককে সম্ভাবনাময় প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে তা ব্যবহারের মাধ্যমে কৃষিতে ঝুঁকি মোকাবেলার মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেয়ার উপায় বাতলে দিতে নেয়া হয়েছে নতুন একটি প্রকল্প। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ঢাকার কাছে শ্রীপুরে পাইলট প্রকল্প সফল হওয়ার পর এই প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে ৩৭তম সার্ক চার্টার দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। এসময় কৃষিতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানোর পাশাপাশি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন পলক। কৃষকদের মধ্যে আইসিটি টুলস ও মিডিয়ার ব্যবহার বাড়াতে বিভাগ থেকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। গুগলের সহায়তায় জিআইএস ও জিপিএস টুলস ব্যবহার করে এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রণলায়ের মাধ্যমে আগাম বন্যার পূর্বাভাসের যে উদ্যোগ আইসিটি বিভাগ নিয়েছে তা শস্যের ক্ষতি হওয়া ঠেকাতে সক্ষম হবে বলে স্বস্তি প্রকাশ করেন জুনাইদ আহমেদ পলক। ‘স্ট্রাটেজিস টু অ্যড্রেস হিডেন হাঙ্গার ইন দ্য সার্ক কান্ট্রিস: কমেমোরেটিং দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস ২১’ শিরোনামের এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীলঙ্কার ড. অজান্তা ডি সিলভা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো: মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারসহ কৃষি বিজ্ঞানীরা।